রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত

 

রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন।


বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।


ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এ এস আই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়।


এই ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।

Comments

Popular posts from this blog

গোবিপ্রবির হলে শিক্ষার্থীদের জন্য ফ্যান বিতরণ

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

কক্সবাজারে ১২ ঘণ্টায় ৫৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার