গোবিপ্রবির হলে শিক্ষার্থীদের জন্য ফ্যান বিতরণ

 গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের কষ্ট লাঘবে বৈদ্যুতিক পাখা (ফ্যান) প্রদান করেছে প্রশাসন।


আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার কার্যালয়ে স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান খান ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. রবিউল ইসলামের হাতে ফ্যান হস্তান্তর করেন।


গত ১৫ মে হল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ফ্যানের দাবি শুনে উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই এদিন ফ্যান সরবরাহ করা হয়।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক চাহিদা পূরণের চেষ্টা করছি। আজকের ফ্যান বিতরণ তারই একটি অংশ। এসময় প্রাধ্যক্ষরা উপাচার্যকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক চাহিদা পূরণের চেষ্টা করছি। আজকের ফ্যান বিতরণ তারই একটি অংশ। এসময় প্রাধ্যক্ষরা উপাচার্যকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন।

363455

Comments

Popular posts from this blog

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

কক্সবাজারে ১২ ঘণ্টায় ৫৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার