Posts

Showing posts from June, 2025

গোবিপ্রবির হলে শিক্ষার্থীদের জন্য ফ্যান বিতরণ

Image
 গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই আবাসিক হলের শিক্ষার্থীদের কষ্ট লাঘবে বৈদ্যুতিক পাখা (ফ্যান) প্রদান করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার কার্যালয়ে স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান খান ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. রবিউল ইসলামের হাতে ফ্যান হস্তান্তর করেন। গত ১৫ মে হল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ফ্যানের দাবি শুনে উপাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই এদিন ফ্যান সরবরাহ করা হয়। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক চাহিদা পূরণের চেষ্টা করছি। আজকের ফ্যান বিতরণ তারই একটি অংশ। এসময় প্রাধ্যক্ষরা উপাচার্যকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল যৌক্তিক চাহিদা পূরণের চেষ্টা করছি। আজকের ফ্যান বিতরণ তারই একটি অংশ। এসময় প্রাধ্যক্ষরা উপাচার্যকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন। 363455

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

Image
  অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে রেখেছে হোবার্ট হারিকেন্স। আগের আসরেও একই দলে ডাক পেয়েছিলেন রিশাদ। তবে বিভিন্ন জটিলতায় খেলা হয়নি তার। বৃহস্পতিবার হোবার্ট হারিকেন্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এতথ্য নিশ্চিত করেছে। রিশাদ ছাড়াও এবারের বিগ ব্যাশ আসরের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন-মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তফিজুর রহমান ও সৌম্য সরকার।

কক্সবাজারে ১২ ঘণ্টায় ৫৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

Image
 কক্সবাজারের চকরিয়ায় সাবেক এমপি জাফর আলমক আদালতে আনার দিনে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর জেলাজুড়ে জোরদার হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ৫৫ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পুলিশের তথ্য মতে, গ্রেফতার ব্যক্তিরা হলেন-রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ফতেখারকুল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার আবু তাহের টুনু, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. মনজুর, সিনিয়র সদস্য ও সাবেক মেম্বার সিরাজুল বশর, দানু মিয়া চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল মনজুর, আওয়ামী লীগ নেতা রিদুয়ান ইসলাম...

রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত

Image
  রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়। ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এ এস আই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়। এই ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।